• তথ্য ও প্রযুক্তি

কম্পিউটারের গতি বাড়ানোর সহজ ১০ কৌশল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া জীবন প্রায় অচল। অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে পিসির গতি কমতে শুরু করে। এতে যেমন কাজের গতি ব্যাহত হয়, তেমনি ব্যবহারকারীর ভোগান্তিও বাড়ে।

ফোনের মতো ঘন ঘন কম্পিউটার বদলানো সম্ভব না হলেও কিছু সহজ কৌশল মেনে চললে পুরোনো কম্পিউটার আবারও দ্রুত গতিতে কাজ করতে পারে। নতুন কেনা পিসিও যদি ধীরগতির মনে হয়, তবে নিচের টিপসগুলো কাজে লাগাতে পারেন। 

হার্ডডিস্ক পরিষ্কার রাখুন

হার্ডডিস্কে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ইনস্টলার কিংবা অফলাইন ওয়েব পেজও কম্পিউটারকে স্লো করে দেয়। এগুলো মুছে ফেলতে স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup চালু করুন। নিয়মিত ফাইল মুছে ফেললে জায়গা খালি হবে এবং গতি বাড়বে।

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন

ইনস্টল করা অপ্রয়োজনীয় অ্যাপ শুধু জায়গা দখল করে রাখে না, বরং র‌্যামের উপরও চাপ সৃষ্টি করে। এজন্য Windows Start → Apps and Features এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।

স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন

কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গেই অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার চালু হয়, যা সিস্টেমকে ধীর করে দেয়। এগুলো বন্ধ করতে Ctrl + Shift + Esc চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। এরপর Startup ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো Disable করে দিন।

সার্চ ইনডেক্সিং বন্ধ করুন

আপনি যদি কম্পিউটারে বারবার ফাইল সার্চ না করেন, তবে Search Indexing বন্ধ রাখা ভালো। এতে কম ক্ষমতার কম্পিউটারও দ্রুতগতিতে কাজ করবে।

ভাইরাস ও ম্যালওয়্যার চেক করুন

ভাইরাস বা ম্যালওয়্যার পিসির কর্মক্ষমতা কমিয়ে দেয়। এজন্য উইন্ডোজের বিল্ট–ইন ডিফেন্ডার ব্যবহার করুন বা Malwarebytes Anti-Malware এর মতো বিশ্বস্ত থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

থিম ও অ্যানিমেশন এড়িয়ে চলুন

কম্পিউটারে থিম বা অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করলে সিস্টেম ধীর হয়ে যায়। তাই এগুলো ব্যবহার না করাই ভালো।

রিসাইকেল বিন খালি রাখুন

নিয়মিত রিসাইকেল বিন খালি করুন। এতে স্টোরেজ ফাঁকা থাকবে এবং সিস্টেম দ্রুত কাজ করবে।

এসএসডি ব্যবহার করুন

পুরোনো পিসিতে হার্ডডিস্কের পরিবর্তে SSD (Solid State Drive) ব্যবহার করলে গতি কয়েকগুণ বেড়ে যাবে। বিশেষ করে ভারি সফটওয়্যার যেমন ফটোশপ বা ভিডিও এডিটিং টুল দ্রুত লোড হবে।

অতিরিক্ত ট্যাব বন্ধ রাখুন

একসঙ্গে অনেক ট্যাব খোলা থেকে বিরত থাকুন।

অতিরিক্ত টিপস

• মাসে অন্তত একবার কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।

• নিয়মিত ব্রাউজিং হিস্টোরি ও কুকিজ ডিলিট করুন।

• টিপস ও নোটিফিকেশন বন্ধ রাখুন।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপের ৫টি সিক্রেট টিপস যা অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ...

image

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০&rsqu...

image

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হ...

image

ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক :  আমাদের অনেকেরই এমন একটি ফেসবুক আইডি আছে, যা...

  • company_logo