
ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়ে দুই দিন পর আগামীকাল বৃহষ্পতিবার থেকে উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা ইপিজেড। তবে এভারগ্রীণ প্রডাক্ট (বিডি) লি. কারখানাটি খুলবে আগামী শনিবার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিথিতে উত্তরা ইপিজেডে টানা পাঁচ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার।
একই সাথে শ্রমিকদের বকেয়া পাওনাদি যত দ্রুত সম্ভব পরিশোধ করার অঙ্গীকার করেছে এভারগ্রীণ কর্তৃপক্ষ। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা সহ আর্থিক সহায়তা দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে তদন্ত কমিটির প্রধান বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কয়েকদিন থেকে ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলো উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্ট বিডি লি. নামের একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ঠেকাতে সোমবার রাতেই কারখানা ছুটি ঘোষণা করে এভারগ্রীন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে এসে কারখানা বন্ধের খবর শুনে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। তাঁরা ইপিজেডের সামনের সড়ক ও মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে ঢুকতে বাঁধা দেন।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও ইপিজেডের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় অন্তত আট শ্রমিক গুলিবিদ্ধ হন এবং হাবিব নামের এক শ্রমিক মারা যান। এরপর উত্তেজনা আরও বেড়ে গেলে ইপিজেড এর সকল কারখানা বন্ধ ঘোষণা করে বেপজা কর্তৃপক্ষ।এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বেপজা কর্তৃপক্ষ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠ...
বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারা ভোগ শেষ...
বগুড়া প্রতিনিধি: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্...
মন্তব্য (০)