• সমগ্র বাংলা

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক সাইমুম সাব্বির শোভনের বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে পৌর শহরের সর্দারপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এর আগে গত প্রায় এক বছর আগে ওই এলাকা থেকে তার আরেকটি মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগী সাংবাদিক সাইমুম সাব্বির শোভন বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি। তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক সাইমুম সাব্বির শোভন পরিবার নিয়ে পৌর শহরের সর্দারপাড়া এলাকার নাছিমা ভিলার ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে, প্রতিদিনের মতো ওই বাসার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে বাসায় উঠেন।

আজ মঙ্গলবার সকালে আবারও পেশাগত দায়িত্ব পালন করতে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন, তার মোটরসাইকেলটি নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি সদর থানা একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্ট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাংবাদিকরা পুলিশ সুপারের সাথে কথা বলেন।

এ নিয়ে সাংবাদিক শোভন বলেন, ‘আমি রাত ১ টা ৩০ মিনিটের দিকে বাসায় প্রবেশ করি। সকালে ৯টার দিকে নিচে নেমে দেখি আমার মোটরসাইকেলটি নেই। গেইট খোলা ছিলো, গেইটের তালাও নেই। পরে বুঝতে পারি যে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। গত বছর আমার বাবা মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের মোটরসাইকেলটিও চুরি হয়ে যায়। কয়েক মাস আগে সাংবাদিক ইমরানের মোটরসাইকেল চুরি হয়েছে। আমাদের প্রিয় ও প্রয়োজনীয় জিনিস এভাবে চুরি হচ্ছে, কিন্তু এসব কখনো উদ্ধার হতে দেখি না। আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে?

এ প্রসঙ্গে প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুঃখ প্রকাশ করে বলেন, জামালপুরে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এ শহরে চুরি, ছিনতাই বেড়েই চলেছে।সাংবাদিকের গাড়ি যেখানে নিরাপদ না, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা। আমরা দ্রুত এই গাড়ি উদ্ধারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ওই সাংবাদিক নিজে বাদী হয়ে এই ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শ্রমিকদের ২৩ দফা মেনে আগামীকাল থেকে উৎপাদনে ফিরছে নীলফামা...

নীলফামারী প্রতিনিধি : শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়ে দুই দিন পর ...

image

গোপালপুরে মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

'গণতন্ত্রবিরোধীরাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: ফর...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠ...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশী

বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারা ভোগ শেষ...

image

ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বগ...

বগুড়া প্রতিনিধি: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস...

  • company_logo