
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন , যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না, তারাই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, গত এক মাসে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন খুন, নুরুল হক নুরের ওপর হামলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, এসবই সেই ষড়যন্ত্রের অংশ।
বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, 'আমরা মনে করি, এটি একটি ষড়যন্ত্রের অংশ। আর এই ষড়যন্ত্র করছে যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না।'
তিনি আরও বলেন, যখনই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার ক্ষুন্ন হয়েছে, এবং মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছে, তখনই বিএনপি প্রতিবাদ করেছে। তিনি উল্লেখ করেন যে, গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খাটছে।
এর আগে শামা ওবায়েদের নেতৃত্বে নগরকান্দা পেট্রোল পাম্প এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরকান্দা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নগরকান্দা গার্লস স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, তৈয়বুর রহমান, সাইফুর রহমান মুকুল সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি : শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়ে দুই দিন পর ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারা ভোগ শেষ...
বগুড়া প্রতিনিধি: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্...
মন্তব্য (০)