• সমগ্র বাংলা

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকার জেরে প্রাণ গেলো হাসপাতাল কর্মীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা দেওয়ার কথা বলে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রাসেল আহমেদ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে৷

বুধবার দিবাগত রাত ৩ টার দিকে সদরের সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ।


নিহত রাসেল ওই গ্রামের আবু বক্করের ছেলে ও বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।


স্বজনরা জানান, বুধবার রাতের খাবারের পর পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন রাসেল। মধ্যরাতে প্রতিবেশী কিশোর টাকা দেওয়ার কথা বলে ম্যাসেঞ্জারে কল করে তাকে বাড়ির বাইরে ডেকে নেন৷ এরপর বাড়ির পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে বুক ও পিঠে উপর্যপুরি আঘাত করে রাসেলকে। প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়িতে গিয়ে লুটিয়ে পড়েন রাসেল। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, ঘটনার পর ঢাকায় পালানোর পথে বুধবার ভোরে বনানী এলাকা থেকে অভিযুক্ত সেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলে কড়া নিরাপত্তায় তাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পরে তার দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু।


পুলিশ আরও জানায়, অনলাইনে একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন নিহত রাসেল ও গ্রেপ্তার হওয়া কিশোর। প্রায় এক মাস আগে জুয়া খেলায় পাওনা ২২ হাজার টাকা দাবি করে তাকে চাপ দিতে থাকেন রাসেল। এ নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটান ঘটে।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ২ মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মা...

image

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার উপর, ঝুঁকি এড়াতে তৎপর প...

নওগাঁ প্রতিনিধি: লাগাতার ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পা...

image

বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বগুড়া প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...

image

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান, ১৫ লাখ টাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে উন্নয়ন ভাবনা ন...

  • company_logo