
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, “মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়ালে সমাজ থেকে অন্যায় নির্মূল হবে।”
শুক্রবার সকালে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হাত-পা, চোখ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হলো বিবেক। আজ বিবেক সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানবতার চর্চা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।” এসময় তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখায় বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং নকল, মিথ্যা বলা, অর্থ আত্মসাৎ ও অন্যের মনে কষ্ট দেওয়ার মতো কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ বা ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে এখন থেকেই লক্ষ্য ঠিক করতে হবে। সততা, নিষ্ঠা ও নৈতিকতার মাধ্যমে এগোলে বিশ্বে যেকোনো জায়গায় সফল হওয়া সম্ভব।
অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মো. শামছুল হক, পৌর জামায়াত আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, ছাত্রশিবির কেন্দ্রীয় এইচআরডি মো. শরীফ মাহমুদ, ময়মনসিংহ জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম হামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে খ্...
পটুয়াখালী প্রতিনিধি : দক্ষ জনশক্তি গঠন করে দেশকে এগিয়ে নিত...
গাজীপুর প্রতিনিধি
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মা...
নওগাঁ প্রতিনিধি: লাগাতার ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পা...
মন্তব্য (০)