• সমগ্র বাংলা

উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেহীর মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উলিপুর বণিক সমিতির হলরুমে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ব্যারিস্টার সালেহী উলিপুর উন্নয়ন ফোরামের ব্যানারে সমৃদ্ধ উলিপুর গড়তে তার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

‎সভায় জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী এবং ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) এর মেম্বার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ১০ টি পরিকল্পনার কথা জানান। সেগুলো হলো: ফাইভ জিরো প্রকল্পের উলিপুর, শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক উলিপুর এবং নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর।

‎সাংবাদিকদের সালেহী বলেন, দশটি আস্পেক্টে উলিপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে উলিপুর উন্নয়ন ফোরামের মাধ্যমে কাজ শুরু করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন বাংলাদেশে, নতুন ভাবে আমাদের কুড়িগ্রাম-৩ আসনকে সাজাতে হবে। নির্বাচিত হই আর না হই, আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে সমৃদ্ধ উলিপুর গড়তে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

‎এ সময় জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন,  কুড়িগ্রাম জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং উলিপুর উন্নয়ন ফোরামের শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময়ে উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত সহ প্রেসক্লাবের ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo