• সমগ্র বাংলা

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদ-নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ এই অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচশ’ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

 

দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





  • company_logo