• সমগ্র বাংলা

রাণীনগরে আরপিএ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন” আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০সাল থেকে আরপিএ সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে চলেছে। গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা, ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষা সংক্রান্ত কর্মসূচীর মাধ্যমে রাণীনগরের শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করার কার্যক্রম চালিয়ে আসছে আরপিএ। এছাড়া উপজেলার দুর্গম এলাকাগুলোতে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবাও পৌঁছে দিচ্ছে আরপিএ।

এদিন দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আরপিএ’র পক্ষ থেকে গাছ দিয়ে বরণ করা হয়। আরপিএর সভাপতি মোঃ শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়া সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মোফাখ্খার হোসেন খান পথিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আরপিএর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, আরপিএ’র এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, তাদের জীবনে পাওয়া বড় একটা অনুপ্রেরণা। আরপিএর বড় ভাইদের যে দিকনির্দেশনা তারা পেয়েছে তা কখনই ভুলবার মতো নয়। এমন অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য তারা আরপিএর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

এসময় বক্তারা প্রথমেই একজন শিক্ষার্থীকে নিরাপদ মানুষ হিসেবে নিজেকে বিনির্মাণ করার প্রত্যয় হৃদয়ে ধারণ করে এগিয়ে চলার আহ্বান জানান। এরপর সুস্থ্য পাঠগ্রহণের মাধ্যমে নিজেকে বিকশিত করার অনুরোধ জানান। আরপিএর সকল মানুষরাই রাণীনগরের আলোকিত মানুষ। তাই আরপির আলোতে একদিন রাণীনগর উপজেলা  আলোকিত হবে। আরপিএর সদস্যরা শুধু দেশের ভিতরেই না, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও রাণীনগর উপজেলার জন্য কাজ করে যাচ্ছেন। আরপিএর এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আরপিএর এগিয়ে চলার পথের সাথী পুরো রাণীনগর উপজেলাবাসী। আগামীতেও আরপিএর এমন সেবামূলক ভিন্নধর্মী কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ২ মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মা...

image

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার উপর, ঝুঁকি এড়াতে তৎপর প...

নওগাঁ প্রতিনিধি: লাগাতার ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পা...

image

বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বগুড়া প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...

image

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান, ১৫ লাখ টাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

উলিপুরে উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে উন্নয়ন ভাবনা ন...

  • company_logo