• সমগ্র বাংলা

রংপুরে চোর সন্দেহে দুজনকে হত্যা, ৮ পুলিশ বরখাস্ত, তদন্ত কর্মকর্তাকে অব্যাহতি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে রংপুরের পুলিশ সুপারের নির্দেশে বরখাস্ত করা হয় এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়।  বরখাস্তকৃতদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে এরা তারাগঞ্জ থানার মোবাইল টিমে দায়িত্বে ছিলেন। অবহেলার প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন,ঘটনার পরপরই আমরা মামলার তদন্তে গুরুত্ব দিচ্ছি। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস (৪০) ও প্রদীপ দাসকে (৩৫) আটক করে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোক। পরে তাদের বেধড়ক মারধর করা হয়।

নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপলাল দাসের মেয়ে নুপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল পরদিন রোববার (১০ আগস্ট)।

শনিবার বিকেলে মিঠাপুকুর থেকে ভাগ্নে জামাই প্রদীপ দাস ভ্যান চালিয়ে শ্বশুরবাড়ি আসছিলেন। পথে কাজীরহাট এলাকায় রূপলালকে ফোন দিলে তিনি গিয়ে ভ্যানে ওঠেন। রাত ৯টার দিকে বটতলায় পৌঁছালে কয়েকজন স্থানীয় লোক তাদের চোর সন্দেহে থামায়।

এ সময় প্রদীপের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি ছোট প্লাস্টিকের বোতল বের করে জনতা। একটি বোতল খোলার পর ভেতরের তরলের ঘ্রাণে দুজন অসুস্থ হয়ে পড়েন। এতে সন্দেহ আরও বেড়ে গেলে তাদের ওপর হামলা শুরু হয়।

অচেতন অবস্থায় তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়। রাত ১১টার দিকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন।পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় প্রদীপকে, কিন্তু ভোরে তিনিও মারা যান।

হত্যার ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী দাস বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত ও মামলার আসামি ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মন্তব্য (০)





image

রাণীনগরে আরপিএ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আ...

image

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাই...

image

মুক্তাগাছায় শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ স...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের ...

image

পাবনায় সেপটিক ট্যাংকে শাটার খুলতে গিয়ে আটকা পড়ে ২ জনের মৃ...

 পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকে শাটা...

image

চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে পুশইন, ১৩ জনকে আটক ক...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান...

  • company_logo