• সমগ্র বাংলা

দক্ষ যুবশক্তিই আগামীর কাণ্ডারি: সাইয়েদুল আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান কাজী সায়েদুল আলম বাবুল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা প্রদান করে। এসব মানবিক কর্মকাণ্ডে আমাদের মূল চালিকাশক্তি প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। একটি দক্ষ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরী বলেও তিনি উল্লেখ করেন।

গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে বুধবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে এবং জাতীয় সদর দপ্তর ডিজাস্টার রেসপন বিভাগের সার্বিক সহযোগিতায় ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

কাজী সায়েদুল আলম বাবুল বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান শিক্ষার্থীদের আরও দক্ষ হতে সহায়তা করে। ফার্স্ট এইড প্রশিক্ষণ একটি অত্যাবশ্যকীয় জীবনঘনিষ্ঠ প্রশিক্ষণ। এ সম্পর্কে সকলেরই ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের সবচে বড় মানবিক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজিত ৪ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে ৫টি ব্যাচে মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চার দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

১০ অক্টোবর শুরু হওয়া ৪ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ১৩ অক্টোবর ২০২৫। গাজীপুর ইউনিটের ২৫ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস রেড ক্রিসেন্ট কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।

গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এম আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে প্রশিক্ষণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, নাবিল আল ওয়ালিদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

এতে গাজীপুর ইউনিটের ২৫ জন যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন জাতীয় সদর দপ্তর থেকে আগত ৩ জন দক্ষ প্রশিক্ষক।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৬ টি প্রতিষ্ঠানে ভোক্ত...

image

তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে ধ্বস, হুমকিতে তিস্তা সেতু

লালমনিরহাট প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর...

image

মা‌নিকগ‌ঞ্জে গ্রামবাসী নি‌জেরাই নির্মাণ কর‌ছে সেতু

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধ‌রে নদীর ওপর এক&z...

image

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: রংপুরে বিস্তীর্ণ এলাকা প্লাব...

রংপুর ব্যুরোটানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে ন...

image

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেফতার -হামলা...

রংপুর ব্যুরো : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর ...

  • company_logo