• সমগ্র বাংলা

নওগাঁয় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি:  বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় নওগাঁয় নতুন বছরকে বরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে শহরের এটিম মাঠ এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতি শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চত্বরে নব বর্ষের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও দিনব্যাপী সেখানে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।

 

মন্তব্য (০)





image

পাবনায় রেললাইনের পাশ থেকে কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের অদূরে রে...

image

পাবনায় এসএসসি পরীক্ষা চলাকালীন ওএমআর শিট দেওয়ায় কেন্দ্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার (১৭ই এপ্রিল...

image

লালমনিরহাটে অবৈধ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছি...

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয়...

image

মাগুরায় হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে...

image

গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বা...

  • company_logo