
প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে ১ মহিলা নিহত হয়েছে।(১৬ এপ্রিল) বুধবার চরতি ইউনিয়নের সুইপুরা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বনাঘোনা দরগাহ পাড়া নামক স্থানে শরমিন আকতার (৩৭) নামের এক মহিলা হাতির আক্রমণের শিকার হন। নিহত শরমিন চার সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মহিলা পাহাড়ে গরু আনতে গিয়ে হাতি দেখে দৌড় দিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে থাকলেও হাতি দেখে ফেলায় তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে।
নিহত মহিলার স্বামী সোলতান আহমদ বলেন, আমি কাজে ছিলাম খবর পেয়ে এসে দেখি আমার বউ হাতির আক্রমণে নিহত হয়েছে। আমার চারটি সন্তান রয়েছে। সন্তানেরা মাকে হারিয়ে দিশেহারা। আমি প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও বিচার চাই।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মহিলার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তারা গবাদি পশু পালন করে জীবযাপন করে। প্রশাসনের কাছে বনবিভাগ থেকে ক্ষতিপূরণের দাবি জানাই।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া থানা পুলিশ এবং বনবিভাগকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরকারি বিধিমোতাবেক ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের অদূরে রে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার (১৭ই এপ্রিল...
লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয়...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে...
মন্তব্য (০)