• সমগ্র বাংলা

ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ১৮ জানুয়ারী, ২০২০ ১৯:৪৬:৪৪

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি নির্বাচনের আয়োজন করার প্রতিবাদে এবং নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের ব্যানারে আজ শনিবার বিকেলে শহরের কালীবাড়ি মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় নির্ধারিত আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়। এ কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযূষ ক্রান্তি সরকার, বিশ্ব হিন্দু ফেডারেশনের সাধারণ সম্পাদক রিপন রায় লিপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, শিক্ষার্থী নিলয় পাল আদর, উৎপল ভৌমিক, সুমন আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য ( ০)





  • company_logo