ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরের এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার প্রমূখ।এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এ মেলায় মোট ২০ টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)