• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

হত্যা মামলায় লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৭ অক্টোবর, ২০২৪ ১২:২৪:১২

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুলখানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। আজ বিকেলে(বুধবার) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন। আদালত সূত্র জানায় ২০১৫ সালের ২৮ জুন জেলার মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফখরুল  ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়।

এ ঘটনায় ১১ জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আওয়ামিলীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খানের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। বাকি আসামীদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মিয়া সন্তোষ প্রকাশ করেন।

আসামিরা পলাতক থাকায় আটকের পর থেকে এ রায় কার্যকর করা হবে।

তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিষয়টি কোর্ট পরিদর্শক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo