• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে বিশেষ কায়দায় ফিটিংকৃত ৬০ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৫ অক্টোবর, ২০২৪ ২০:২১:৪৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৬০ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১৪ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউপি এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া থানাধীন পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪),  সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo