• অপরাধ ও দুর্নীতি

বিরল সীমান্তে বিজিবির অভিযানে নারীসহ ৩ জন আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ অক্টোবর, ২০২৪ ১৭:৪৯:৫৭

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল সীমান্তে দিয়ে অবৈধভাব ভারতে যাবার চেষ্টার সময় ১ জন নারী এবং দালালসহ ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। আজ বুধবার পৃথক ভাবে ওই অভিযান চালিয়েছে তারা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল  আহসান উল ইসলাম, পিএসসি'র উদ্ধৃতি দিয়ে বিজিবির জন সংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পারাপারের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এনায়েতপুর বিওপির টহল দল আজ ১৬ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে সীমান্ত পিলার ৩২১/৯-এস এর কাছে একজন দালালসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে। 

আটক দুই জনের মধ্যে মানব পাচারকারী দালাল হেলাল পারভেজ পায়েল (২৭) বিরলের কামদেবপুর গ্রামের মাসুদ রানার ছেলে। অন্যজন বিরেন ভদ্র (৪০) জেলার বোচাগঞ্জের মানিকপুর গ্রামের  মৃত কান্ত দে ছেলে। এছাড়াও পৃথক অভিযানে জেলার বিরল উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের নোনাগ্রাম নামক স্থানে বিজিবির একই ব্যাটালিয়নের পরমেশ্বরপুর বিওপির টহল দল  সীমান্তের পিলার ৩৩১/৫-এস এর কাছে একজন নারীকে আটক করেছে।

আটক নারীর নাম শ্রীমতি ভারতী (৪৫)। সে জেলা সদরের বড়বন্দরের মৃত হরিপদ রায়ের মেয়ে। অবৈধভাবে ভারতে যাবার চেষ্টা করছিল সে।বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি জানান, অবৈধভাবে ভারত গমনের অভিযোগে আটককৃতদের বিরল থানা পুলিশে হস্হান্তরসহ পাশপোর্ট আইনে মামলা দায়ের  করেছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo