ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার ও বুধবার বিকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইহাট বাজার ও খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার পাকার মাথা ও আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার সাড়ে ৫'শত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল ও তেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এ সহায়তা অব্যাহত থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা নদীর ভাঙ্গনরোধে কাজ করা হবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্মম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দসহ বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)