• সমগ্র বাংলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নীতি নির্ধারণীর বিষয়ঃ ডিজি পাউবো

  • সমগ্র বাংলা
  • ০৫ অক্টোবর, ২০২৪ ২০:১৫:৪৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা চায়না সরকারের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা। এটি এমন পর্যায়ে রয়েছে যা নীতি নির্ধারণীর বিষয়। তবে তিস্তার ভাঙ্গন রোধে সরকারের নির্দেশে স্টাডি শেষ করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পানি উন্নয়ন বার্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা। তিনি আরো বলেন, পর্যাপ্ত বাজেট দিয়ে বন্যার পানি নেমে যাওয়ার পর তিস্তার ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করা হবে। এছাড়া ২য় পর্যায় ডিপিপিতে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদী খননের কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, নদী বিশেষজ্ঞ ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo