• সমগ্র বাংলা

তিস্তা নদীভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে: পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক 

  • সমগ্র বাংলা
  • ০৩ অক্টোবর, ২০২৪ ১৬:২৮:৪০

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে বন্যাপরবর্তী তিস্তা নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক  মুহাম্মদ আমিরুল হক ভুঁইয়া। তিনি জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তার ডানতীর হরিণচড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 

তিস্তার দুই পাড়ের জমি জায়গা,বাড়ীঘর স্থাপনা রক্ষার জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই  ও সমীক্ষা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ  সহ বিভিন্ন ধরনের  তীর সংরক্ষন কাজ করা হচ্ছে।এ সময় তার সাথে  রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব ও মিজানুর রহমান, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী শূনিল কুমার রায় সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এ ছাড়াও তিনি ধরলা নদী ভাঙ্গন এলাকাও পরিদর্শন করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo