• সমগ্র বাংলা
  • লিড নিউজ

বিশ্ব শিক্ষক দিবসে গোপালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গুণী শিক্ষক সংবর্ধনা 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৫ অক্টোবর, ২০২৪ ১৭:০৫:৪৫

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি এবং গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে (৫ অক্টোবর) শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সরকারি সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বক্তারা দাবি করেন বর্তমান সরকারের আমলে ৬টি কমিশন করা হলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি। ফলে দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অসঙ্গতি দেখা দিয়েছে। সরকার অচিরেই যেন একটি শিক্ষা কমিশন গঠন করেন। শেষে ৮জন গুণী শিক্ষককে সম্মানা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর সভাপতিত্বে তে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোকনুজ্জামান, গোপালপুর কলেজের সাবেক শিক্ষক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ‌।

 

মন্তব্য ( ০)





  • company_logo