• রাজনীতি

শ্রীপুরে বিএনপির ৭ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • রাজনীতি
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১৫:৪১

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মুক্তারুল করিম মোড়ল শামীমসহ ৭ বিএনপি নেতাকর্মীদের উপর মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের অতর্কিত হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তেলিহাটি ও গাজীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসরাফিল আলম মাস্টার,  শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরাফত আলী ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছুল ইসলাম রানা, হুমায়ুন, জয়নাল, রাব্বি, জাহাঙ্গীর এবং খোকাসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এসময় বক্তারা অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তির দাবি করেন।

মন্তব্য ( ০)





  • company_logo