• রাজনীতি
  • লিড নিউজ

ঘোড়াঘাট আ.লীগের ৩ নেতা গ্রেফতার 

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ০৩ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩:৫৫

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের তিনজনকে গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ বৃহস্পতিবার তিন নেতাকে আদালতে তুলে দিয়েছে তারা।

গ্রেপ্তার তিনজনের মধ্যে ঘোড়াঘাটে আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান  ইউনুস আলী মন্ডল, যুবলীগের পৌর কমিটির সদস্য আবু সাঈদ এবং যুবলীগের ৫ নম্বর ওয়ার্ড  কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হৃদয়কে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার বিবরনে জানা গেছে, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছিল  আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা। হামলায় কয়েকজনকে আহত করে তারা।  পাশাপাশি ওই সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। 

হামলার ঘটনায় ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৭০-৮০ জনকে আসামি করে গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ৪।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান,  গ্রেপ্তার তিনজনকে আজ বৃহস্পতিবার  আদালতে তুলে দিয়েছেন তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo