ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ করা হয়। রোববার একটি হত্যা মামলায় তাকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারগারে প্রেরনের আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখল ও চাঁদা দাবির বিরুদ্ধে একমিট মামলা দায়ের করেন। অপরদিকে ফজলে আলম নামের এক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখিত ২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে গত ৫ আগষ্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে সাবেক এই এমপি পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের ছিট চিলারং এলাকার বাড়িতে একটি ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। আইনজীবীগণ জানান, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আসামীপক্ষ থেকে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)