• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

ময়মনসিংহে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৯ জুলাই, ২০২৪ ১০:৫৭:৪৯

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ৮ জুলাই র‍্যাব ১৪  সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নেত্রকোণা জেলা থেকে ২ জন মাদক ব্যবসায়ী অটোভ্যান যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নান্দাইলের উদ্দেশ্যে যাচ্ছে।

সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বিকাল ৫.৩০ মিনিটের সময় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন ১নং বীরকেতাগৈইর ইউনিয়নের লোহিতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। 

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ জালাল (৪৫), পিতা-মৃত জহর উদ্দিন ও মোঃ সোহাগ মিয়া(৩৩), পিতা-মৃত আবু সিদ্দিক কে আটক করে। এ সময় অটোভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং উক্ত ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলের আনুমানিক মূল্য এগারো লক্ষ সাতষট্টি হাজার টাকা। 

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা দায়ের করে।

মন্তব্য ( ০)





  • company_logo