• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রাম থেকে ৭৭ কেজি গাঁজা ঢাকায় পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ জুন, ২০২৪ ১৩:৩৫:৪৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেক প্রাইভেটকারে মাদক ঢাকায় পাঁচারের খবর পায় পুলিশ।

পরে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি চেকিং শুরু করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে প্রাইভেটকারটি রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo