• শিক্ষা

হাওর অঞ্চলের খামারিদের জন্য বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রশিক্ষণ

  • শিক্ষা
  • ২৭ জুন, ২০২৪ ২১:০৩:২৪

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ হাওর অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের হাঁস পালন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।

সিটি ব্যাংক পিএলসির অর্থায়নে ও মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ২০জন প্রান্তিক খামারি উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, বাকৃবির হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের প্রভাষক  মোহাম্মদ মাহবুবুলসহ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo