• অপরাধ ও দুর্নীতি

চলন্ত ট্রেনে ধর্ষন,আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ জুন, ২০২৪ ১০:০২:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ ট্রেনে ধর্ষনের অভিযোগে ৩ জন কে আটক করা হয়েছে ।জানা যায়, উদয়ন একসপ্রেসে ভৈরব থেকে চট্টগ্রামে আসতেছিল এক তরুনী। সে ভৈরবে আতœীয় বাড়ীতে খাকেন। উদয়ন একসপ্রেস ট্রেনটি গতকাল মংগলবার ২৫ জুন রাত ১০টায় সিলেট থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে । আজ ২৬ জুন ভোর ৪টায় ভৈরবে ষ্ঠেশনে ট্রেন পৌছলে তরুনি টি এ ট্রেনে উঠে খাবার গাড়ীতে অবস্থান কালে প্রথমে তিন যুবক তাকে উত্যক্ত ও পরে ধর্ষন করেন বলে জানা যায়। তরুনীর বাড়ী বান্দরবনে ,সে চট্টগ্রামে আসছিল।

আজ ২৬ জুন সন্ধায় বিষয়টি জানাজানি হলে খাবার সরবরাহকারী প্রতিষ্টানের কর্মী জিসান (২৭)শরীফ(২৮) রাশেদ(২৭ কে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে ও সি এস,এম,শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত তরুনীকে চমেক হাসপাতালে ওয়ান ষ্টপ ক্রাইসেস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo