• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ জুন, ২০২৪ ২২:১০:৫০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হাসান বুলু (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার বিপ্লব হাসান বুলু পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আরিফুল ইসলাম, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে পৌরসভার রামদাস ধনিরাম এলাকার তেতুলতলা বাজার থেকে বিপ্লব হাসান বুলুকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo