• তথ্য ও প্রযুক্তি

ঘূর্ণিঝড় রেমাল আক্রান্ত অঞ্চলে বিনামূল্যে মিনিট ও ডাটা দিচ্ছে গ্রামীণফোন

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৮ মে, ২০২৪ ১৭:২৬:০৮

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যায়  বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এই ঝড়ে ‍দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন। অপারেটরটি ঘূর্ণিঝড় আক্রান্ত কয়েকটি অঞ্চলের বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট ডাটা ফ্রি দিচ্ছে।

মঙ্গলবার বিকালে গ্রামীণফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, প্রিয় গ্রাহক, আপনাদের পাশে আমরা, সব সময়। ঘূর্ণিঝড় রেমাল আক্রান্ত দুর্যোগকবলিত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা তৎপর আছেন যেকোনো সমস্যা মোকাবেলায়। ‍দুর্যোগের ই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, যশোর ও বরিশাল অঞ্চলের গ্রামীণফোন গ্রাহকদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অপারেটি আরও জানায় উল্লেখিত অঞ্চলের গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ১০ মিনিট ও ৫০০ এমবি ইন্টারনেট পাবেন। যার মেয়াদ ৪৮ ঘণ্টা। 

মন্তব্য ( ০)





  • company_logo