• বিশেষ প্রতিবেদন

কুড়িগ্রামে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ

  • বিশেষ প্রতিবেদন
  • ১৯ জানুয়ারী, ২০২৪ ১৩:১১:৪২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের জেলা কুড়িগ্রামে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরি-বোরো চাষ। শীতের কারণে ক্ষতির মুখে পড়েছে বোরোর বীজতলা।

গত এক সপ্তাহে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৪৫ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। কনকনে ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এমন থাকার সম্ভাবনা রয়েছে। তবে ৩-৪ দিন পরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য ( ০)





  • company_logo