ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেছেন তার দায়িত্বকালীন কোনো নিরীহ মানুষ কখনোই হয়রানির শিকার হবেন না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তাই কাউকে অযথা হয়রানি নয়, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের পুলিশ প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের লক্ষ্য একই অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ গঠন। তাই পারস্পরিক সহযোগিতা বাড়লে এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি আরও সুদৃঢ় হবে।
ওসি ওবায়দুর রহমান মাদক, জুয়া, ইভটিজিং, গোষ্ঠীগত বিরোধ ও সংঘর্ষ নিরসনে কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে ব্যক্ত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যে কোনো মূল্যে এসব অপরাধ দমন করা হবে। কেউ প্রভাব খাটাতে চাইলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়, সেকেন্ড অফিসার এসআই আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সম্পাদক মো. রমজান, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এনটিভি অনলাইন ও বার্তা২৪.কম প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ ইমরান মাহমুদ, রোমান আহমেদ, রবিউল ইসলাম, মমিনুল ইসলাম, মাজাহারুল ইসলাম;রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন, সাংবাদিক রুহুল আমিন রাজু, আব্দুল হাই, মো.উজ্জ্বল , হাফিজুর রহমান, বাকিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন শাহীন, মফিদুল ইসলাম মধুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে মেলান্দহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো পাঁচদিন ব্যাপী...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি হতে ম...
কুমিল্লা প্রতিনিধি : উচ্ছ্বাস, আবেগ আর বহু প্রতীক্ষিত সাফল্যের জোয়ারে ভাসল ঘো...
নিউজ ডেস্ক : রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ...
গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর ...

মন্তব্য (০)