• সমগ্র বাংলা

মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলন এবারও দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ৭৫তম এই মাহফিলকে ঘিরে দেশ-বিদেশের লাখো মানুষের আগমন ঘটে, আর দান-মান্নতের জোয়ারে মাত্র একদিনেই জমা হয়েছে এক কোটিরও বেশি টাকা। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সাত দশকের পুরোনো এই মাদরাসা শুধুমাত্র মুসলমানদের নয়, সকল ধর্ম-বর্ণের মানুষের কাছেই পবিত্র মান্নতের স্থান হিসেবে পরিচিত। “ইসলামপুরে মান্নত করলে পূর্ণ হয়” এমন বিশ্বাস ছড়িয়ে আছে সারাদেশে। উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বালিশিতা গ্রামে এ মাদরাসাটি অবস্থিত। 

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) মাদ্রাসার ৭৫তম ইসলামি মহা-সম্মেলন শেষে দান ও মান্নতের সকল অর্থ ও সামগ্রী গণনা করা হয়। গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, কৃষিপণ্য থেকে শুরু করে নানান সামগ্রী—সব মিলিয়ে এক দিনে দান-মান্নতের পরিমাণ এক কোটিরও বেশি টাকা। এর কিছু অংশ নিলামে বিক্রি করা হলেও এখনো অনেক সামগ্রী বিক্রির অপেক্ষায়। ফলে মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদরাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, বুধবার রাতে সম্মেলন শেষে দান-মান্নত গণনা শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে তা মাদরাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এবারের সম্মেলনে প্রায় ২ থেকে ৩ লাখ মানুষের সমাগম ঘটে।

সরেজমিন মাহফিল চত্বর ঘুরে দেখা যায়, পুলিশ, আনসার, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মাদরাসার স্বেচ্ছাসেবক মিলিয়ে ৫ শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। মান্নত ও দানের টাকা গণনা শেষে সব অর্থ নিরাপদে ব্যাংকে পৌঁছে দেয় নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা।

ইসলামপুরের মাহফিলে বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, অনেক আলেমের মুখে শুনেছি ইসলামপুরের মাহফিল দেশের বড় ইসলামি সমাবেশগুলোর একটি। কখনো আসার সৌভাগ্য হয়নি। স্বপ্ন ছিল জীবনে একবার হলেও আসবো, এবার সেই স্বপ্ব পূরণ হয়েছে।

এ মাদ্রাসায় শুধু মুসলিম নয়, সনাতনধর্মাবলম্বীরাও দান ও মান্নত করেন। কাজলসহ কয়েকজন সনাতনধর্মাবলম্বী জানান, এখানে মান্নত করলে তা শতভাগ পূরণ হয়। এটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় কথা। সেই বিশ্বাস থেকেই আমরাও দান ও মান্নত করতে আসি।

সারারাত মাহফিল শুনে বাড়ি ফেরার পথে  মান্নত কাউন্টারের সামনে কথা হয় ঈশ্বরগঞ্জের এহছানুল হক রানা ও বাবুল মিয়ার সাথে। তারা বলেন, শৈশব থেকেই এই মাহফিলে আসি। যারা বিয়ে না হওয়া, চুরি হওয়া জিনিস খুঁজে পাওয়া সহ নানা মান্নত করলে আল্লাহ তা পূরণ করে দেন। এমন অসংখ্য ঘটনার সাক্ষী এই ইসলামপুর। সবই আল্লাহর রহমত, তাঁর লীলাখেলা।  স্থানীয়দের মতে, তাদের এলাকায় বছরে তিন দিন ঈদের মতো আনন্দ থাকে, তার মধ্যে ইসলামপুর মাহফিল অন্যতম।

মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী বলেন, ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতিবছরের মতো এবারও বার্ষিক সভায় সকলের দান এবং মান্নতে কোটি টাকা উঠেছে। এতিম, গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে দান-মান্নতের অর্থ ব্যয় করা হয়। তিনি সবাইকে দান-সদকা করার আহ্বান জানান এবং বিকাশ নম্বর ০১৭১৫১২০৭৮৫-এও দান পাঠানো যায় বলে উল্লেখ করেন।

মাদরাসার সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার সমস্ত উন্নয়ন মূলত মানুষের দানের ওপর নির্ভরশীল। আমরা চাই এই বার্ষিক সম্মেলনে আরও বেশি মানুষ অংশগ্রহণ করুক। ভবিষ্যতে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে আরও যুগোপযোগী রূপ দিতে চাই।

মন্তব্য (০)





image

নওগাঁর পুলিশ নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ: এসপি তারিকুল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যোগদান করা নবাগত পুলিশ সুপার মোহাম্ম...

image

লালমনিরহাটে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অটোরিকশা, ব্যাটারিচাল...

image

গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ নেত্রীর জন্য দোয়া করছেন এটাই...

জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন ব...

image

সাতকানিয়ায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ...

image

গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা নিয়ে অচিরেই দেশে ফিরছেন তার...

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত...

  • company_logo