ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন-‘গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ নেত্রীর জন্য কান্নাকাটি করে দোয়া করছেন। এটাই তার জনপ্রিয়তার প্রকৃত পরিচয়।’
বুধবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পাবলিক অডিটোরিয়াম চত্বরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুর সঞ্চালনায় বাবুল আরও বলেন-‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবেন।’
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি এম. রফিকুল ইসলাম রহিম, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান,শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান।
এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন মেলান্দহ ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর...
বেনাপোল প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানম...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মা...

মন্তব্য (০)