• সমগ্র বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা-দীপালি মেধাবৃত্তি প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘ছালেমা-দীপালি মেধাবৃত্তি- ২০২৫’ প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে এই মেধাবৃত্তি প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ প্রদান করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে অনেক কিছু করে থাকি। তবে চেষ্টা করলেই তার প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। বৃত্তির উৎসগুলো খোঁজ করে সেইসব জায়গায় আবেদন করে তোমরাও বৃত্তির সুযোগ গ্রহণ করতে পারো। তোমরা সচেতন হলেই বিভিন্ন বৃত্তিলাভের সুবিধা গ্রহণ করতে পারবে। মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবীদের মূল্যায়ণ করলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা তৈরি হবে। ফলে তারা মেধাবী ও দক্ষ জনশক্তিতে পরিণত হবে। মেধার মূল্যায়ণের মধ্য দিয়েই আসলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।’ 

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী রোমা। 

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)-এর উদ্যোগ ও অর্থায়নে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। এবারই প্রথম চালু হওয়া এই বৃত্তি প্রতি বছর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হবে। বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামলী জাহান মুক্তা স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তাঁকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান শেষে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের তালিকাভূক্ত শিল্পী আরমিন জামানের একক সুরসংবেদ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সার্বিক...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পে...

image

চাঁপাইনবাবগঞ্জে অভিভাবকদের সচেতন করতে বর্ণাঢ্য র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি প...

image

লালমনিরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি::সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপব্যবহার,ঝ...

image

সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য প্র...

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদ...

image

নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথা...

  • company_logo