ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকেলে পরিদর্শন কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এরপর তিনি এনজিওর কার্যক্রম পরিদর্শনে যান। এসময় কাশিমপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল নিডস অবৈতনিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলার একমাত্র পর্যটন এলাকা হিসেবে খ্যাত পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন। জেলা প্রশাসক পাখি পল্লীর সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করে পাখি পল্লীতে আলোর ব্যবস্থা করাসহ পর্যটকবান্ধব করতে আরো পরিকল্পনা গ্রহণ করতে ইউএনওকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পাখি পল্লীতে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নজরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কাওছার মোহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান নবাগত জেলা প্রশাসক মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব শতভাগ পালন করার নির্দেশনা প্রদান করেন। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকার বদ্ধ পরিকর। প্রতিটি ভোটার যেন আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তাই যখন যেখানে যে সমস্যার সৃষ্টি হবে সেটি দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে একে অপরের সঙ্গে একটি সেতুবন্ধন সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া সরকারের প্রতিটি নির্দেশনা সুচারু ভাবে সম্পন্ন করতে প্রতিটি কর্মকর্তাকে জেলা প্রশাসক বিশেষ নির্দেশনাও প্রদান করেন।
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অটো,রিকশা,ভ্যান মালি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্র...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্ব...
পাবনা প্রতিনিধি : ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপ...
নড়াইল প্রতিনিধ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা...

মন্তব্য (০)