ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত দুর্নীতিবিরোধী গণশুনানিতে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গণশুনানিটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও মুক্তাগাছা থানা পুলিশের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। ২৩ জন অভিযোগকারী সরকারি সেবা খাতে হয়রানি ও অনিয়ম সংক্রান্ত মোট ২৮টি অভিযোগ এবং বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
এর আগে সকাল ১০টায় ‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য—একসাথে, এখনই’ স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শনী, জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে ছিল—দালালদের দৌরাত্ম্য, সেবা পেতে ঘুষের চাপ, ভূমি সেবায় অতিরিক্ত অর্থ আদায়, রশিদ ছাড়া লেনদেন, কর্মকর্তাদের অনুপস্থিতি, অফিস সময়সূচি না মানা, দায়িত্বে অবহেলা, স্বজনপ্রীতি, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনোযোগহীনতা এবং তথ্য প্রদানে অনীহা। এছাড়া শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্তকরণ ও প্রশাসনিক জটিলতা কমানোর দাবি জানান অংশগ্রহণকারীরা।
অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও কৃষ্ণ চন্দ্র। তিনি বলেন, “দুর্নীতি হ্রাস ও প্রতিরোধে সরকার নানাবিধ আইন, পদ্ধতি ও টুলস চালু করেছে। জনগণের অভিযোগ দ্রুত সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও জানান, যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সরাসরি তার দপ্তরে দ্রুত জানাতে নাগরিকদের উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম শফিউল বারী, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ।
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অটো,রিকশা,ভ্যান মালি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্র...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্ব...
পাবনা প্রতিনিধি : ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপ...
নড়াইল প্রতিনিধ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা...

মন্তব্য (০)