• সমগ্র বাংলা

সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য প্রস্তুত পুলিশ- ফরিদপুরের নবাগত পুলিশ সুপার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪ টি সংসদীয় আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ কথা বলেন।

এছাড়াও ফরিদপুরকে চুরি ডাকাতি ছিনতাই ও মাদক নির্মুল করে ফরিদপুর কে একটি নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo