ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী গণমিছিল। পৌর শহরের পাটবাজার এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম, ময়মনসিংহ শহর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিল শুরুর আগে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, এই আসনের শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর অধিকার নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, এই অঞ্চলের অবকাঠামো ও সড়ক-সংযোগ উন্নয়ন, কৃষি-সহায়ক নীতি বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবামূলক কার্যক্রম বাড়ানো আমার নির্বাচনী অঙ্গীকার। মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
গণমিছিলকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রাস্তায় দাঁড়িয়ে অনেকেই হাত নেড়ে, শ্লোগানে সাড়া দিয়ে প্রার্থীকে স্বাগত জানান।
সমাবেশে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বিগত বছরগুলোতে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সৎ, নিবেদিত মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। জনগণের উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবার তারা তাকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি।
গণমিছিল শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
কুমিল্লা প্রতিনিধি : উচ্ছ্বাস, আবেগ আর বহু প্রতীক্ষিত সাফল্যের জোয়ারে ভাসল ঘো...
নিউজ ডেস্ক : রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ...
গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গ...
লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে চোরাচালানবিরোধী অভ...

মন্তব্য (০)