ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু।
সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি চুন্নু মেম্বার, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন ও বিএনপি নেতা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. শাহজাহান খান, মিজানুর রহমান মুক্ত, সাহেব আলী মেম্বার, কানন, ফয়েজ, এমদাদ মাতুব্বর, হেমায়েত তালুকদার, সেলিম মিয়া, যুবদল নেতা মাহবুব মিয়া, ছাত্রদল নেতা শাওন, বিপ্লব মিয়া, ভাপিন মিয়া ও সাদ্দাম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে জয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি পোড়াদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামা...
নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে ব...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাত...

মন্তব্য (০)