• লাইফস্টাইল

ওজন নিয়ন্ত্রণে রাখে ডিটক্স পানীয়, ঘরেই বানাবেন যেভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা চেষ্টা করে থাকেন। তবে নিয়ম মেনে চললেও ওজন কমানো সবসময় সহজ হয় না। এটাকে ভীষণ কঠিন বলে মনে হয়।

তাই আপনার শরীরে অতিরিক্ত ওজন নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার বড় কারণ ওজন বৃদ্ধি। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিকমতো না হলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

আর ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু শরীরচর্চা নয়, সঙ্গে দরকার কিছু ঘরোয়া উপায়ও পানীয়। বিশেষ করে এমন কিছু ডিটক্স পানীয় আছে, যা নিয়মিত পান করলে শরীর থেকে টক্সিন দূর হওয়ার পাশাপাশি বাড়তি ওজনও কমাতে সাহায্য করে। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, বিশেষ কিছু পানীয় দিনে দুবার পান করলে বিপাকক্রিয়ার হার বাড়বে, হজমশক্তি উন্নত হবে এবং পেট থাকবে পরিষ্কার, যা ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করবে।

চলনু জেনে নেওয়া যাক, কোন ডিটক্স পানীয়ে আপনার ওজন কমবে—

উপকরণ: ডিটক্স পানীয় তৈরিতে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ মেথি, ১ চা চামচ জোয়ান এবং ২ টুকরো দারুচিনি। এই উপকরণগুলো একসঙ্গে মিক্সার বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে সংরক্ষণ করুন।

এরপর দুপুর ও রাতের খাবারের ৩০ মিনিট আগে এককাপ গরম পানিতে ১ চা চামচ গুঁড়া মিশিয়ে পান করুন। এই পানীয়ের মাধ্যমে বিপাকক্রিয়ার হার বাড়াতে সাহায্য করবে। হজমশক্তি উন্নত করবে। সেই পেট পরিষ্কার রাখতে সহায়তা করবে। আর অম্বলের সমস্যা কমিয়ে আনবে এবং নিয়মিত পানে ওজন কমাতে সহায়ক হবে।

এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি পানীয় প্রতিদিন নিয়মিত খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্যগ্রহণ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হয়ে উঠবে। 

 

মন্তব্য (০)





image

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে শরীরকে সঠিকভাবে জাগিয়ে তোলা খুবই জরুরি। ...

image

লিভারের ক্ষতি রোধ হবে যে খাবারে, জানাল গবেষণা

নিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় জানা গেছে, আঁশসমৃদ্ধ খাদ্যাভ্যাস লিভারের এক...

image

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

নিউজ ডেস্ক : ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অন...

image

বিশ্বের সবচেয়ে দামি খাবার হচ্ছে মাছের ডিম ক্যাভিয়ার

নিউজ ডেস্ক : এ মুহূর্তে দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কারণ এ সময় মা ইলিশ মা...

image

ত্বক ও চুলের যত্নে মাছের তেলের যত উপকারিতা

নিউজ ডেস্ক : ফিশ অয়েল বা মাছের তেল আসে তেলযুক্ত মাছের টিস্যু থেকে। এতে থ...

  • company_logo