ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্ন প্রয়োজন। অথচ ঘুম ছাড়া চোখের বিশ্রাম হয় না বললেই চলে। এতে চোখের উপর চাপ পড়ে। চোখের চাপ কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
২০-২০-২০ সূত্র
প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তু বা স্থানের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এটি চোখের পেশির চাপ কমাতে ভূমিকা রাখে।
চোখের পলক ফেলা : মাঝেমধ্যে উচ্ছাকৃতভাবে চোখের পলক ফেলুন। এতে চোখ আর্দ্র থাকবে। চোখের শুষ্কতা দূর হবে। এই অভ্যাস দৃষ্টি ঝাপসা হওয়া রোধ করে।
খাবার
বিভিন্ন ধরনের খাবার যেমন-পালং শাক,ভুট্টা, পেঁপে ইত্যাদি দৃষ্টি সমস্যা দূর করতে সাহায্য করে।
বিশ্রাম : মাঝে মাঝে কিছুক্ষণ চোখ বন্ধ করে লাকুন। চোখের উপর হালকা গরম কাপড় রাখলে রক্ত সঞ্চালন উন্নত হয়।
ঘরের আলো
ঘরে তীব্র আলো ব্যবহার এড়িয়ে চলুন। এর বদলে মৃদু আলো ব্যবহার করুন।
স্ক্রিন ব্যবহারের সতর্কতা
আজকাল আমাদের বেশিরভাগ সময় কাটে স্ক্রিন ব্যবহারে। এতে চোখের উপর চাপ পড়ে। স্ক্রিনগুলো হাতের দূরত্বে এবং চোখের লেভেলের সামান্য নিচে রাখলে আলো সরাসরি চোখে পড়া কমে।
বাইরে সময় কাটান
প্রতিদিন ২০ মিনিট বাইরে সময় কাটানোর চেষ্টা করুন। এ সময় চোখকে বিভিন্ন দূরত্বে ফোকাস করুন। তাহলে চোখের উপর চাপ কমবে।
লাইফস্টাইল ডেস্ক: খাবারের প্লেটে সবজি দেখলে অনেকের মধ্য...
নিউজ ডেস্ক : যদি আপনার কাজের জন্য দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে থাকতে হয়...
নিউজ ডেস্কঃ প্রকৃত সুস্থতার রহস্য লুকিয়ে আছে আমাদের দেশীয় টক...
নিউজ ডেস্কঃ মিষ্টি পছন্দ করেন না— এমন মানুষ খুব কমই আছ...
নিউজ ডেস্ক : পৃথিবীতে এমন কেউ নেই যে, সম্পদশালী হতে চায় না। এমন মানুষ কো...

মন্তব্য (০)