
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গাজায় আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একদিনে আরও সাতজন অনাহারে মারা গেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২০৫ জন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জনে।
বিবৃতিতে আরও বলা হয়,অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা পাওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১৭ জনে, যা ২৭ মে থেকে শুরু হওয়া বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালীন ঘটেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুজন শিশু। এর মধ্য দিযে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে, যাদের মধ্যে ১৪৫ জন শিশু।
গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও তীব্র করেছে।
জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেইর আল-বালাহ ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ডেস্ক : দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্...
নিউজ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে দেশটির...
নিউজ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে...
নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের আলোচক দলগুলোর মধ্যে যোগাযোগ ...
নিউজ ডেস্ক : জেন–জি প্রজন্মের গণআন্দোলনের পর নেপালের প...
মন্তব্য (০)