
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ৬৫টি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীরা এক যৌথ বিবৃতিতে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে সরকার গঠন এবং আইনের শাসন কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে তারা বলেন, নতুন প্রজন্মের (জেনজি) অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন করতে হবে এবং আইনশৃঙ্খলা ও শাসনব্যবস্থা কার্যকর করতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে— ‘নেপালি জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বর্তমান পরিবর্তনের দাবিকে সামনে রেখে সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে এবং জেনজি প্রজন্মের অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন ও আইনের শাসন বাস্তবায়নের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি।’
এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার মাধ্যমে সংলাপ এগিয়ে নিতে নাগরিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে পারে এবং এতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যৌথ বিবৃতিতে আরও জোর দেওয়া হয়েছে যে গণতন্ত্র ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতি রক্ষা, রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
স্বাক্ষরকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ কর্মীদের তালিকা
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ন্যাশনাল সিভিল সোসাইটি ফোরাম, ডেমোক্রেটিক ফোরাম অব নেপাল, ডেমোক্রেটিক ইয়ুথ অ্যালায়েন্স, নেপাল ফেডারেলিস্ট ফোরাম এবং নেপালিজ সিভিল সোসাইটি অ্যালায়েন্স। এর পাশাপাশি এতে যুক্ত হয়েছে বিভিন্ন আইনজীবী সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংগঠন, শিক্ষক ও শিক্ষাবিদ সংগঠন, সাংবাদিক সমাজ, শিল্পী ও সাহিত্য সংগঠন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় স্তরের নাগরিক সমাজের প্রতিনিধি।
বিবৃতিতে আরও সংহতি জানিয়েছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, গবেষক ও বিশ্লেষক, সাংস্কৃতিক কর্মী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। এছাড়া পরিবেশ ও জলবায়ু ন্যায়বিচার নেটওয়ার্ক, কৃষক ও শ্রমিক সংগঠন, স্থানীয় উন্নয়নমূলক সংগঠন, নারী সংগঠন, বিভিন্ন পেশাগত ইউনিয়ন ও শ্রমিক সমিতি, শিল্প ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক সংগঠন, শান্তি ও পুনর্মিলন ফোরাম, মানবাধিকার রক্ষায় সক্রিয় অ্যাডভোকেসি গ্রুপ, স্থানীয় সম্প্রদায়ভিত্তিক সংগঠন এবং প্রবাসী নেপালি সমাজের প্রতিনিধিরাও এই বিবৃতিতে অংশ নিয়েছেন।
নিউজ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে দেশটির...
নিউজ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে...
নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের আলোচক দলগুলোর মধ্যে যোগাযোগ ...
নিউজ ডেস্ক : জেন–জি প্রজন্মের গণআন্দোলনের পর নেপালের প...
আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্...
মন্তব্য (০)