• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় এক বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনার প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানেনি এবং এখনও জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে তিনি একদিকে সম্পত্তি বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান নং– ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগ নং– ৬০৮-এর জমির মালিক তিনি।

সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী।

তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য (০)





image

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়স...

image

সিএনজির স্টার্ট বন্ধ করলেই ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন জেলা থেকে রাতে ঢাকা আসা তাদে...

image

কুড়িগ্রামে একদফা বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপ...

image

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রেমের প্র...

image

বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি শীর্ষক...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় প্রতিবন্ধী নারীদের...

  • company_logo