
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগস্ট শুক্রবার শুরু হচ্ছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”।
বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নামে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক। সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসি পুরস্কার প্রদান করা হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা মনে করেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের অগ্রণী ভূমিকা প্রয়োজন। দুর্নীতি, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদের মুক্ত রেখে নৈতিক শক্তিতে বলীয়ান যুবসমাজ ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী যুবসমাজকে শক্তিতে রূপান্তরিত করতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখাসহ মোট ৪০টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলোকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। জোনগুলো হলো, শহীদ আনিছার রহমান পাশা জোন, শহীদ আব্দুল্লাহ আল-মামুন জোন, শহীদ আবু রূহানী জোন, শহীদ সাইফুল ইসলাম মামুন জোন এবং শহীদ আলমগীর হোসেন জোন।
আলতাফুন্নেছা খেলার মাঠ, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠ এবং উল্কামাঠে খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পদ্ধতিতে প্রতিটি জোন চ্যাম্পিয়ন ৫টি দল নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট সুন্দর ও আকর্ষণীয় করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ম্যাচ প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আয়োজকেরা আশা করছেন। জোন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়স...
নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন জেলা থেকে রাতে ঢাকা আসা তাদে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রেমের প্র...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় প্রতিবন্ধী নারীদের...
মন্তব্য (০)