ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী -এই শ্লোগানে লালমনিরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ কবীর হোসেন,সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন,সদস্য প্রকৌশলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক।আইডিইবির লালমনিরহাট জেলার সভাপতি ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবিধান বাতিল নয়, সংবিধানের কিছু কিছু ধারা সংশোধন করতে হবে। সংবিধান বাতিল হলে ৭১যে আমাদের চেতনা আমাদের বিশ্বাস সেটাও তো থাকবেনা। তাই সংবিধানের যে ধারাগুলো জনবান্ধব নয় সেগুলো সংশোধন করতে হবে। তিনি আরো বলেন, সংস্কার কোনদিন শেষ হবে না।অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিষয়ে সংস্কার করে নির্বাচন আয়োজন করবে।পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার। তাই দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামা...
নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে ব...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাত...

মন্তব্য (০)