
ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডুলুটিয়া প্যারাজান বিলে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকার প্রশংসা করেছেন।
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম...
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেল...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলালীগ নেত্রী মালি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দ...
মন্তব্য (০)