• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ‘লাশের গুঞ্জন’, প্যাকেট খুলে মিলল ভিন্ন চিত্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এক রহস্যময় প্যাকেট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, জঙ্গলের ভেতরে একটি পলিথিনে মোড়ানো লাশ ফেলে রাখা হয়েছে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে।

সকালে প্রথমে কয়েকজন কৃষক জঙ্গলের ভেতরে বড় আকৃতির একটি প্যাকেট দেখতে পান। দূর থেকে দেখে তাদের সন্দেহ হয় এটি মানুষের দেহ। দ্রুত খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অনেকে ভয়ে কাছে না গিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। পরে জনসম্মুখে পলিথিন কেটে ভেতরের বস্তু বের করলে দেখা যায় সেখানে রয়েছে একটি মৃত কুকুর। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা স্বস্তির নিশ্বাস ফেললেও অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে মৌচাক ফাড়ির পুলিশ পাঠিয়েছি। প্যাকেট খুলে দেখা যায় ভেতরে কুকুরের মৃতদেহ। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হয়তো মৃত প্রাণীটি ফেলে রেখেছিল। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

এ ঘটনার পর স্থানীয়রা জানান, “প্যাকেটের আকার দেখে আমরা ভেবেছিলাম সত্যিই হয়তো কোনো খুন হয়েছে। ভয়ে অনেকে কাছে যাইনি। পরে পুলিশ এসে সব পরিষ্কার করে দিলে আমরা নিশ্চিন্ত হই।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে “কালিয়াকৈরে লাশ পাওয়া গেছে” খবরটি। পরে সত্যতা জানাজানি হলে তা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আতঙ্ক তৈরি না করে সে জন্য জনসচেতনতা জরুরি।

মন্তব্য (০)





image

নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব...

image

ফরিদপুরের সদরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম...

image

ফেব্রুয়ারীর ১২ তারিখের পর নির্বাচন নিয়ে তালবাহানা হলে দেশ...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেল...

image

জামালপুর নাশকতার মামলায় যুব মহিলালীগ নেত্রী কারাগারে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলালীগ নেত্রী মালি...

image

জামালপুরে ঘুম ভেঙে দেখেন স্ত্রী নেই, স্বামীর কান্না

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দ...

  • company_logo